মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪   কার্তিক ৬ ১৪৩১   ১৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬

নেতাকর্মীদের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অভিযোগ আ. লীগের 

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৪  

আওয়ামী লীগ অভিযোগ করেছে,, তাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।  

তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ দলটির।

সোমবার (০৭ অক্টোবর) আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

আওয়ামী লীগের ফেসবুক পেজের ওই পোস্টে দাবি করা হয়, বর্তমান সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মামলা দিচ্ছে।  

এতে আরও দাবি করা হয়, সারা দেশে বাছ-বিচার ছাড়াই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেপ্তার চালানো হচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।  

আওয়ামী লীগের দাবি, যাদের নামে মামলা নেই, তাদের গ্রেপ্তার করে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নেতাকর্মীদের সংগঠন করার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এতে এ সংগঠনের প্রতি সরকারের হিংসাত্মক ও বিদ্বেষমূলক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে। দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।  

নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে দলটি তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

এই বিভাগের আরো খবর